ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

ওয়ালটন কারখানা পরিদর্শনে বিডিইউ শিক্ষার্থীরা

মোঃ রেজাউল করিম মজুমদার, গাজীপুর : | প্রকাশের সময় : শনিবার ৭ অক্টোবর ২০২৩ ০৭:৪০:০০ অপরাহ্ন | শিক্ষা
দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটনের কারখানা পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আইওটি এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। শনিবার গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটনের কারখানা পরিদর্শন করেন তারা। একাডেমি এন্ড ইন্ড্রাস্ট্রিয়াল কোলাবোরেশন, ওয়লাটনের সাথে বিডিইউ এর এমওইউ এবং শিক্ষা কার্যক্রমের অংশ ছিলো এই কারখানা পরিদর্শন। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান কীভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায়, এ ব্যাপারে অভিজ্ঞতা অর্জনে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা। পরিদর্শন কালে শিক্ষার্থীদের সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডাঃ মুহাম্মদ মাহফুজুল ইসলাম, শিক্ষা প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান ও আইওটি এন্ড রোবটিক্স বিভাগের সহকারী অধ্যাপক সামছুদ্দীন আহমেদ-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।