ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

কক্সবাজারে জেলে পরিবারের নারীদের অর্থনৈতিক উন্নয়নে নেটওয়ার্কিং প্রশিক্ষণ

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : বুধবার ১২ জুলাই ২০২৩ ০৪:৫৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজার সদরের জেলে পরিবারের নারীদের অর্থনৈতিক উন্নয়নে দুইদিনের নেটওয়ার্কিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

 

বুধবার (১১ জুলাই) শহরের কলাতলী কোস্ট ফাউন্ডেশনের কনফারেন্স হলে প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া। 

 

প্রকল্প কর্মকর্তা সোহেল মাহমুদ এর সঞ্চালনায় প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান।

 

কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি বলেন, জেলে পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বাবলম্বী করতে সরকারের পাশাপাশি বেসরকারি অনেক সংস্থা কাজ করছে। নারীদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে পারলেই সরকারের সফলতা। 

 

ইউনও বলেন, কোন নারী যেন পিছিয়ে না থাকে। সন্তানদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। যারা যে কাজে অভিজ্ঞ তাদেরকে সেই কাজে লাগাতে হবে। 

 

অনুষ্ঠানের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত জানান সোহেল মাহমুদ। 

 

সুইডবায়ো-এর আর্থিক সহায়তায় অনুষ্ঠিত প্রশিক্ষণে কক্সবাজার সদরের চৌফলদন্ডি ও পোকখালী এলাকার ২০টি জেলা পরিবারের নারী সদস্যরা অংশগ্রহণ করেন।