ঢাকা, শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

কনটেইনার সরানোর পর মিললো আরও ২ লাশ

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : বুধবার ৮ জুন ২০২২ ০৯:৪৬:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

 

সীতাকুণ্ডের বেসরকারি বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুই লাশ উদ্ধার হয়েছে। বুধবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই লাশগুলো উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬।

 

রাত সাড়ে ৮টার দিকে লাশ দুটি চমেক হাসপাতালে আনা হয় বলে জানান তিনি।   

 

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ডিপোতে আগুন নেভানোর পর কনটেইনার সরাতেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লাশ দুটি পাওয়া যায়। 

 

 

এদিকে ঘটনাস্থলে আরও লাশ পাওয়া যায় কিনা, সেজন্য কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন লাশ খোঁজার বিষয়ে বলেন, ‘মঙ্গলবার রাতে আমাদের ছয়টি ইউনিটের ৪২ জন সদস্য আগুন নেভানোর কাজ করেছেন। এখন আমাদের আরও কয়েকটি ইউনিটের সদস্য এ কাজে যুক্ত হবেন। কনটেইনার যত দ্রুত স্তূপ থেকে নামিয়ে আনা যাবে, তত দ্রুত কাজ শেষ করা সম্ভব হবে।’

 

এদিকে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান মাসুদ রানা নামে এক ব্যক্তি। তিনি বিএম কনটেইনার ডিপোতে একটি প্রতিষ্ঠানের গাড়ি চালানোর কাজ করতেন।