ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

কুতুবদিয়ায় পুড়ানো হলো ২০ হাজার মিটার অবৈধ জাল

নিজস্ব প্রতিনিধি : ( কুতুবদিয়া) | প্রকাশের সময় : রবিবার ২৩ অক্টোবর ২০২২ ০৪:৩২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
কুতুবদিয়ায় ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে, উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের বাতিঘর পাড়া এলাকায় এসব জালগুলো আগুনে পুড়ে ধ্বংস করা হয়। শনিবার (২২ অক্টোবর) কুতুবদিয়া ও পেকুয়া মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দ্বীপের পশ্চিমে সাগর চ্যানেলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ও নিষিদ্ধ জাল, বেহুন্দি জাল, মশারি জালসহ ২০ হাজার মিটার জাল জব্দ করে। এতে উপস্থিত ছিলেন কুতুবদিয়া মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার নাজমুস সাকিব, পেকুয়া মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার সাব্বির আহমেদ, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার তৌহিদুল ইসলাম,ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সৌরভ চন্দ্র বর্মণ, (লিফ) মহিউদ্দিন কুতুবী ও কোস্ট গার্ডের সদস্যরা।