ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

জাতীয় কবিতা মঞ্চ কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল

কুষ্টিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ মার্চ ২০২৪ ০২:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর

শিক্ষা সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া। প্রাচীন ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী এই জেলায় গুনি কবি, সাহিত্যিক, নাট্যকর, অভিনেতা, আবৃত্তিকারদের বিচরন ভূমি। এই জেলাতে বসে কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত গ্রন্থ গীতাঞ্জলি রচনা করে নোবেল পুরস্কার পেয়েছেন। এই জেলাতে মীর মোশারফ, কবি শাহ আজিজুল রহমান , সালাউদ্দিন লাবলু, মিজু আহমেদ, কবি আকতার এর মত গুনি মানুষ জন্মগ্রহণ করেন।  সেই জেলাতে ২৫ মার্চ সোমবার আত্মপ্রকাশ হলো জাতীয় কবিতা মঞ্চ কুষ্টিয়া জেলা শাখার কমিটি। উক্ত কমিটিতে উপদেষ্টা মন্ডলী আছেন বিশিষ্ট সাংবাদিক কবি  আবদুর রশীদ চৌধুরী,কবি শাহীন সরকার, কবি মোঃ রেজাউল করি, কবি জাফর আহম,কবি ওবাইদুর রহমান,কবি মুকুল খসরু। সভাপতি কবি শেখ আকতার, সহ-সভাপতি কবি শাকিলা পারভীন, কবি নুরুন্নাহার, কবি রেজাউর রহমান, কবি মোভী সামিরা খাতুন পাশা। সাধারণ সম্পাদক কবি সাহাবুদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক কবি এস,এম, রুশদী,সাংগাঠনিক সম্পাদক কবি কার্ত্তিক কুমার বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি এস, এম, রাসেল হাসান, অর্থ-সম্পাদক কবি মোঃ রফিউদ্দিন, সাহিত্য সম্পাদক কবি মোছাঃ লায়লা আরজুমান বাবু, সহ-সাহিত্য সম্পাদক কবি সোনিয়া রহমান, নাট্য সম্পাদক কবি আবু নান্না বিশ্বা,  দপ্তর সম্পাদক কবি নিশ্চুপ পিংকি চৌধুরী। সদস্য কবি সাদিয়া ফারজানা মহুয়া, কবি মোঃ মাসুদুর রহমান,কবি জুলেখা আক্তার,কবি সাকি মাহবুব,কবি শাহেদ মোস্তার, কবি কাজী আনোয়ার,কবি আকারুহামা, জেসমিন যুখি,কবি জান্নাতুল ফেরদৌস জ্যাতি, কবি মাহমুদুল হাসান নিজামী। কমিটি গঠন অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা করেন সংগঠনের নতুন নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনের সাফল্য ও গতিশীল করতে নানামত প্রকাশ করেন। এরপর দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে কার্যক্রম শেষ হয়।