ঢাকা, শুক্রবার ২৮ জুন ২০২৪, ১৪ই আষাঢ় ১৪৩১

ঝিনাইদহে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২২ জুন ২০২৪ ০৬:১২:০০ অপরাহ্ন | দেশের খবর

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৩-২৪ এর আওতায় ঝিনাইদহে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল বিকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা শহরের ভূটিয়ারগাতি প্রাথমিক স্কুল সংলগ্ন পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ জয়নাল আবেদীন, ক্রীড়া শিক্ষক সুমাইয়া পারভীন, উপজেলা ও জেলা ক্রীড়া অফিস সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এতে ২০ টি ইভেন্টে ৪০ জন ক্ষুদে সাঁতারু অংশগ্রহণ করে।