ঢাকা, সোমবার ৬ মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্টিত

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ০৬:০৫:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহে সিএমএসএমই খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। বুধবার শহরের শিশু একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধায়নে লিড ব্যাংক হিসেবে এ কর্মশালার আয়োজন করে ব্যাংক এশিয়া। ইন্ডাস্ট্রি-ব্যাংক সহযোগিতা বৃদ্ধিকরণ, আরও বেশি ক্লাস্টার চিহ্নিতকরণ এবং অর্থায়নের প্রবাহ বৃদ্ধিকরণের লক্ষ্যে জেলার সকল ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও উদ্যোক্তরা এই কর্মশালায় অংশ নেয়। এতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা, পরিচালক আবু সাঈদ মোঃ আরিফ-উল-ইসলাম, ঝিনাইদহ সোনালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন, ব্যাংক এশিয়ার এফএডিপি ও শাখা ব্যবস্থাপক সাইফুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, অর্থায়নের সহজ সুযোগ দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারে অবস্থিত এসব সিএমএসএমই শিল্পের বিকাশে ব্যাপক সহায়তা করতে পারে। সরকারি সংস্থা, উদ্যোক্তা এবং ব্যাংকের মধ্যকার পারস্পরিক সহযোগিতা ক্লাস্টারগুলোর উন্নয়নে ভূমিকা রাখবে, যাতে সেগুলো দেশের উৎপাদন খাত ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।