ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

টেকনাফে সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শহীদুল ইসলাম সোহাগ, টেকনাফ: | প্রকাশের সময় : শুক্রবার ৭ অক্টোবর ২০২২ ০২:২৫:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
এসো আলোকিত হই, চলো পরিবর্তন করি এই স্লোগানে সীমান্ত উপজেলা টেকনাফের ৩৩ টি সামাজিক সংগঠনের সমন্বয়ে সাড়া জাগানো প্ল্যাটফর্ম টেকনাফ উপজেলা সম্মিলিত সামাজিক সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বিকালে হোয়াইক্যং স্টেশনে বৃক্ষরোপন কর্মসূচী ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। উক্ত কর্মসূচী শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন সংগঠনের দায়িত্বশীল ও প্রতিনিধিরা। 
 
সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক বলেন, সমাজের অপসংস্কৃতি দূর করতে হলে সমাজের ছাত্র, যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা ছাত্র ও যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে নতুন প্রজন্মকে একটি সুন্দর টেকনাফ উপহার দিতে কাজ করে যাচ্ছি।
 
সংগঠনের ভাইস চেয়ারম্যান বলেন, সীমান্ত এলাকা হিসেবে টেকনাফ বিভিন্ন সমস্যায় জর্জরিত। সু-শিক্ষা ও সম্প্রীতির মাধ্যমে যুব সমাজকে অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত রেখে টেকনাফকে সু-শিক্ষিত ও দেশ প্রেমিক মানুষের অঞ্চল হিসেবে গড়ে তোলতে চাই।
 
২০২০ সালের ৬ অক্টোবর প্রতিষ্ঠিত হওয়া এই প্ল্যাটফর্ম ধারাবাহিক কর্মসূচীর মাধ্যমে উপজেলার প্রতিটি গ্রামে কল্যাণমূলক অবদান রেখে  টেকনাফকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সকলের।
 
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন,সংগঠনের দায়িত্বশীলবৃন্দসহ প্ল্যাটফর্মভূক্ত সংগঠনের প্রতিনিধিগণ।