ঢাকা, বুধবার ৮ মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

ঠাকুরগাঁও প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ১৩ ফেব্রুয়ারী ২০২২ ০৫:৩৭:০০ অপরাহ্ন | শিক্ষা
দিনাজপুর শিক্ষাবোর্ড এর আওতাধীন উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায়  ঠাকুরগাঁওয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ৷  এ তথ্যটি নিশ্চিত করে দিনাজপুর শিক্ষা বোর্ডের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হারুন অর রশিদ মন্ডল।
 
তিনি বলেন, আজকে এইচএসসি পরীক্ষার ফলাফলে ঠাকুরগাঁওয়ের পীরগন্জ উপজেলার পীরগন্জ কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী। সে প্রতিষ্ঠানে এবার একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।   
 
পীরগন্জ কলেজিয়েট স্কুল এন্ড কলেজ এর অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করা হলে ফলাফল সংক্রান্ত তথ্য জানতে চাইলে তারা ভূল নাম্বার বলে ফোনটি রেখে দেন৷  
 
ঠাকুরগাঁওয়ে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯ হাজার ৮১৪ জন৷ পাশের হার ৯০ দশমিক ৪৬,পাশ করেছে ৮ হাজার ৮৭৮ জন,জিপিএ-৫ পেয়েছে ৯৪৩ জন৷
 
২০২১ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দিনাজপুর  শিক্ষাবোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। করোনা পরিস্থিতির কারণে গত বছর অটোপাস থাকায় শতভাগ পাস ছিল।
 
এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ৭ হাজার ২৩২ জন আর ছাত্রী ৮ হাজার ১১৭ জন।