ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ মার্চ ২০২৪ ০২:৫৭:০০ অপরাহ্ন | দেশের খবর

জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে ২৬ মার্চ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ জাতীয় পতাকা উত্তোলন, রাসেল দেয়ালিকায় বিশেষ লেখা প্রকাশ, শহীদ মিনার বেদীতে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দু’আ মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা শুরু হয়। এতে গভর্নিং বডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে জ্ঞানগর্ভ বক্তব্য দেন। এ ছাড়া অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ আলম তালুকদার, প্রতিষ্ঠাতা সদস্য শফিকুল আলম লেবু, অভিভাবক প্রতিনিধি সদস্য মহসীনুজ্জামান, শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও মোস্তাফিজুর রহমান, প্রভাষক (ভূগোল ও পরিবেশ) আব্দুল হালিম এবং কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন শামীম খানসহ অনেকেই বক্তব্য দেন। সবশেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দু’আ করা হয়। দু’আ পরিচালনা করেন বিদ্যোৎসাহী সদস্য মাওলানা সৈয়দ আলী মিয়া।