ঢাকা, সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

নাগরপুরে ২৬ই মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৪ পালন করেছে উপজেলা প্রশাসন

গোপাল সরকার, নাগরপুর: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ মার্চ ২০২৪ ০২:৫৩:০০ অপরাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ই মার্চ ৫৪ তম মহান স্বাধীনতা দিবস ২০২৪ পালন করা হয়েছে। মঙ্গলবার ভোড়ে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি'র মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় পতাকা উওোলনের মধ্যে দিয়ে এ'দিন প্রত্যুষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক সংগঠন, সাংবাদিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সংগঠন সকলে স্মারক ৭১ এ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা করেন। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মান জানিয়ে উপজেলা পরিষদ চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আনসার ব্যাটেলিয়ন এর সমন্বয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো. রোকনুজ্জামান, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার মো. মতিন ছামি, বীর মুক্তিযোদ্ধা মো. মোকাদ্দেস আলী, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম সরোয়ার ছানা, বীর মুক্তিযোদ্ধা নিরেন্দ্র নাথ পোদ্দার, নাগরপুর মহিলা কলেজের প্রিন্সিপাল আনিছুর রহমান সহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।