ঢাকা, শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

পটুয়াখালী- ১ আসন: আচরণবিধি লংঘনের দায়ে লাঙ্গল প্রতীকের প্রার্থীর কর্মীকে জরিমানা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর ২০২৩ ১১:১৬:০০ অপরাহ্ন | দেশের খবর

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ভূমি অফিসের বাউন্ডরির মধ্যে উঠান বৈঠকের আয়োজন করায় লাঙ্গল প্রতীক প্রার্থীর কর্মী ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের সদস্যকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার  (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান জাহিদ খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে লাঙ্গল প্রতীকের প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদারের পক্ষে উপজেলা ভূমি অফিসের বাউন্ডারির ভিতর  উঠান বৈঠকের আয়োজন করে ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোশারেফ হোসেন।

 

এ সময় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর আইনের একটি ধারায় মোশারেফ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় উপজেলা ভূমি অফিসের ক্রেডিট চেকিংকাম - সায়রাত সহকারি শামীম হোসাইন উপস্থিত ছিলেন।