ঢাকা, রবিবার ৫ মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রুশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ১৩ জানুয়ারী ২০২৪ ১০:২৮:০০ অপরাহ্ন | জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন। তিনি বলেছেন, বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের চেতনায় বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক বিকশিত হচ্ছে।

 

শনিবার (১৩ জানুয়ারি) ঢাকার রুশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। এরআগে, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন।

 

রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নবগঠিত সরকারের প্রধানের পদে নিযুক্ত হওয়ায় আপনাকে (শেখ হাসিনা) রুশ ফেডারেশন সরকার ও ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানাই। সরকার পর্যায়ে দুই দেশের সক্রিয় কার্যক্রমে বাণিজ্য ও অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত, সাংস্কৃতিক ও মানবিক ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতায় আরও জোরদার হবে বলে তিনি বিশ্বাস করেন, যা সম্পূর্ণভাবে দুই দেশকে লাভবান করবে।

 

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দায়িত্বশীল কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন মিখাইল মিশুস্টিন।

 

এর আগে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেছিলেন, ‘সরকারপ্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে।’