ঢাকা, সোমবার ৬ মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ভবঘুরের মুত্যু

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ১১:০৫:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়া রেল ষ্টেশনে সান্তাহারগামী কলেজ ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নামা ৬০/৬৫ বছর বয়সী ভবঘুরে মারা গেছেন। তিনি সকাল ১০টার দিকে বোনারপাড়া দিক থেকে আসা সান্তাহারগামী কলেজ ট্রেনে ওঠার চেষ্টা করছিল। এরমধ্যে ট্রেন ছেড়ে দিলে সে নীচে পড়ে কাটা পড়ে। পরে তার মৃত দেহ  টেনে হেচড়ে আজিজুল হক কলেজ গেট পর্যন্ত নিয়ে যায়।  

স্থানীয়রা জানান, ওই ভবঘুরে ষ্টেশন এলাকায় প্লাষ্টিকের বোতল ও পলিথিন কুড়িয়ে বস্তায় ভরে ট্রেনে ওঠার চেষ্টা করে। কিন্তু তার পিছনের বস্তা বড় হওয়ায় ট্রেনে উঠতে পারছিল না। এক পর্যায়ে ট্রেন ছেড়ে দিলে সে পা ফসকে পড়ে ট্রেনে কাটা পড়ে।

বগুড়া রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ খায়রুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অজ্ঞাত ওই ভবঘুরে ষ্টেশন এলাকায় প্লাষ্টিকের বোতল ও পলিথিন কুড়াতো। বুধবার সকাল ১০টার দিকে প্লাষ্টিকের বোতল ও পলিথিন কুড়িয়ে বস্তায় সান্তাহারগামী কলেজ ট্রেনে ওঠার সময় ট্রেকে কাটা পড়ে। পরে তার মৃত দেহ আজিজুল হক কলেজ গেট থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।