ঢাকা, শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

বোয়ালখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২২ এপ্রিল ২০২৪ ০৬:০৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বোয়ালখালীতে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দুইজনের প্রাণহানি।

 

সোমবার (২২ এপ্রিল) বোয়ালখালী আরকান সড়কের রায়খালী এরিনা ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে যায়। তবে, ট্রাক ও সিএনজিটি জব্দ করেছে পুলিশ।

 

নিহতরা হলেন- অটোরিকশা চালক দেলোয়ার হোসেন (৩০) ও অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী মিজানুর রহমান (৩২)।

 

স্থানীয়রা জানান, নগরীর লালখান বাজার এলাকা থেকে অটোরিকশা করে গোমদন্ডী ফুলতল মাছের আড়তে মাছ নিতে আসছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান। আরকান সড়কের রায়খালীর পুল এলাকায় বালুবাহী ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক দেলোয়ার হোসেন মারা যান। এরপর গুরুতর আহত মাছ ব্যবসায়ী মিজানুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা আকতার তাকে মৃত ঘোষণা করেন।

 

দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। পরে, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, নিহত অটোরিকশা চালক দেলোয়ার হোসেন চাঁদপুর জেলার কচুয়া বেরকোঠা গ্রামের মকবুল হোসেনের ছেলে। বর্তমানে সে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় থাকতেন। মিজানুর রহমান নগরীর লালখান বাজার এলাকার আবদুস সাত্তারের ছেলে। সে পেশায় মাছ ব্যবসায়ী ছিল।