ঢাকা, বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

বোয়ালখালীতে ‘হিট স্ট্রোকে’ শিশুর মৃত্যু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ০৯:৫৯:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

সকাল সকাল মায়ের বুকের দুধ পান করেছিল সাফা। এর কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে। যখন সে ঘুমাচ্ছিল সে সময় বিদ্যুৎ ছিলনা। পরে সকাল সাতটার দিকে মেয়েকে কোলে নিতে গেলে শরীর ঠান্ডা অনুভব হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানান নিহতের বাবা নিজাম উদ্দীন।

 

তিনি আরও বলেন, বিদ্যুৎ না থাকায় গরমে হিট স্ট্রোক করেছে সাফা।

 

শুক্রবার (১৯ এপ্রিল) উপজেলার পশ্চিম শাকপুরা ২নং ওয়ার্ড আঞ্জুমারটেক সৈয়দ আলমের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। মোছাম্মৎ সাফা মো. নিজাম উদ্দীন ।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার সাবরিনা আকতার বলেন, হিট স্ট্রোকে মারা গেছে কিনা সেটা পুরোপুরি বলা যাচ্ছে না। ময়নাতদন্ত করলে তার প্রতিবেদনের ভিত্তিতে বলা যাবে আসলে কি হয়েছিল শিশুটির। তবে ধারণা করা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কমপক্ষে দুই ঘণ্টা আগে শিশু সাফা মারা যায়।