ঢাকা, শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

ভারতে মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে ও দায়ীদের শাস্তি দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : শুক্রবার ১০ জুন ২০২২ ০৭:১৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে এবং এবং এহেন জঘন্যতম কর্মে লিপ্ত নূপুর শর্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্তমূল শাস্তির দাবীতে মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। শুক্রবার (১০ জুন) দুপুরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব ও ছাত্র সেনা জেলা শাখা স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই মানবনন্ধন কর্মসূচি পালন করে। 

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি নাজীম উদ্দিন আল কাদেরীর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী ইসলাম উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক জাফরুল কুদ্দুস গালেব, ছাত্র সেনার সভাপতি আমান উল্লাহ, যুব সেনার সহসভাপতি রফিকুল ইসলাম, সাদ উদ্দিন ও বাকী বিল্লাহ প্রমূখ। বক্তারা বলেন, সম্প্রতি ভারতে নবীজীকে নিয়ে নূপুর শর্মা ও নবীন জিন্দাল যে কটূক্তি করেছে তা কোনোভাবেই মেনে নেয়া যায়না। তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবী করেন। এছাড়াও বক্তারা বাংলাদেশ সরকারকে নীরবতা ভেঙ্গে কটূক্তির প্রতিবাদ ও নিন্দা জানানোর আহ্বান জানান। মানববন্ধন শেষে বিশ্ব মুসলিম উম্মাহ্'র শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।