ঢাকা, বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

রাঙ্গুনিয়া শামসুল উলুম মছিহিয়া মাদরাসার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জাহেদ হাছান তালুকদার, রাঙ্গুনিয়া (চট্রগ্রাম) : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ অগাস্ট ২০২২ ০৪:১৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শামসুল উলুম মছিহিয়া সুন্নিয়া মাদরাসার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলা পোমরা ইউনিয়নের বুড়ির দোকান পশ্চিম পোমরা মাদ্রাসা প্রাঙ্গনে ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

আহলে সুন্নাত ওয়াল জামা'য়াত বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব ও গাউছিয়া সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহ্ ছুফি সৈয়দ মছিহুদ্দৌলা (মাঃজিঃআঃ) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির আহমদ চৌধুরী।

 

গাউছিয়া সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী শাহ্ নেছারীর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আল্লামা সৈয়দ তাওছিফুল হুদা (মাঃজিঃআ), প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ আল্লামা মারফতুন্নুর আলকাদেরী, প্রধান বক্তা ছিলেন আল্লামা গাজী আবুল কালাম বয়ানী।

 

এতে আরও উপস্থিত ছিলেন, গাউছিয়া সমিতি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, আবদুল মান্নান হারুনী, অধ্যাপক সাইফুল আলম মাসুদ, মাস্টার মো. ইসমাইল, জাহাঙ্গীর আলম, দিদারুল ইসলাম, সাবের আহমেদ, এম.এ খালেক সাবু, আলমগীর তালুকদার রনি, ইকবাল হোসেন সাদ্দাম, আবদুল গফুর, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আর.কে. রানা প্রমুখ। পরে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মিলাদ পরিচালনা করেন খাঁ মসজিদের পেশ ইমাম মাওলানা আবু জাফর আলকাদেরী।