ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

রুমা ও রোয়াংছড়িতে পর্যটকদের যেতে মানা

বান্দরবান প্রতিনিধি | প্রকাশের সময় : সোমবার ১৭ অক্টোবর ২০২২ ১০:০৯:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 রুমা থানা রুমা থানা  বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করার জন্য মঙ্গলবার (১৮ অক্টোবর) থেকে দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে উপজেলা প্রশাসন।  দুই উপজেলা প্রশাসন জানায়, পাহাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাবে যৌথ বাহিনী। ফলে অনির্দিষ্টকালের জন্য রুমা ও রোয়াংছ‌ড়িতে পর্যটক‌দের ভ্রম‌ণে নিরুৎসাহিত করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   বিষয়টি নিশ্চিত করে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন শিবলী বলেন, ‘সম্প্রতি রুমা উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় পাহাড়ি সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে। তাই পর্যটকদের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার সকাল থেকে রুমা উপজেলা ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।’   রোয়াংছ‌ড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোর‌শেদ আলম বলেন, ‘অনির্দিষ্টকালের জন্য রোয়াংছ‌ড়িতে পর্যটক‌দের ভ্রম‌ণে নিরুৎসাহিত করা হচ্ছে। কত‌দিন পর্যন্ত অভিযান চলবে তা আমাদের জানায়নি যৌথ বাহিনী। ত‌বে সন্ত্রাসী‌দের আনাগোনা ক‌মলে আবারও পর্যটকদের জন্য উপজেলায় যাতায়াত সচল করে দেওয়া হবে।’