ঢাকা, মঙ্গলবার ৭ মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

শ্যামনগরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি | প্রকাশের সময় : রবিবার ১১ জুন ২০২৩ ১০:১৪:০০ অপরাহ্ন | দেশের খবর
সাতক্ষীরার শ্যামনগরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন রোববার বিকাল ৩ টা থেকে উপজেলা সদরের মাজাট-কাশিপুর বিলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত ঘোড়া দৌড় প্রতিযোগীতায় সাতক্ষীরা, খুলনা ও যশোর এলাকার থেকে ১৫টি ঘোড়া অংশ নেয়। দীর্ঘদিন পর শ্যামনগর সদরে অনুষ্ঠিত ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে হাজার হাজার মানুষ সমবেত হন। 
 
সাবেক ইউপি সদস্য গাজী মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায় আল-মামুন লিটন এর সঞ্চালনায় উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ- উজ- জামান সাঈদ ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি প্রমুখ। 
 
ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১২ হাজার টাকা তৌফিক মোল্লা অভয়নগর, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা শিমুল শেখ লোহাগড়া, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা শেখ আব্দুল ওহাব, চতুর্থ পুরস্কার র ৩ হাজার টাকা আকরাম মল্লিক অভয়নগ