ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

সরিষাবাড়ীতে মহান স্বাধীনতা দিবস পালিত

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : বুধবার ২৭ মার্চ ২০২৪ ১২:৪৩:০০ অপরাহ্ন | দেশের খবর

জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকালে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় আওয়ামীলীগ, জাতীয়পার্টি, বিভিন্ন সাংবাদিক সংগঠন, সরিষাবাড়ী অনার্স কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় শহীদ স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদনসহ ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানায়। পরে সকালে সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ অধ্যক্ষ আবদুর রশীদ এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দাস, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুশফিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রুহুল আমীন বেগ ও শিক্ষক ফরিদুল ইসলাম।