ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

সিলেট বিভাগের ১৯ আসনে প্রতীক বরাদ্দ: মাঠে ভোটের উত্তাপ

রিমা বেগম, সিলেট : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ ডিসেম্বর ২০২৩ ০৩:১৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট বিভাগের চারজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে সোমবারে। উৎসবমুখর পরিবেশে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নিজ নিজ জেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। বেলা ২ টা পর্যন্ত প্রতীক বরাদ্দ করা হয়। প্রার্থীরা সকাল থেকেই জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রতীক সংগ্রহ করেন। তবে রাষ্ট্রীয় কাজে কুয়েতে অবস্থান করায় পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের পক্ষে দলীয় নেতারা প্রতীক সংগ্রহ করেছেন। প্রতীক বরাদ্দ পেয়ে সোমবার থেকে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। এদিন থেকেই ভোটের উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠে।  

 

সিলেট-১:

আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পেয়েছেন নৌকা প্রতীক, সম্মিলিত মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাসিত ছড়ি, এনপিপির প্রার্থী ইউসুফ আহমদ আম, ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক মিনার এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী পেয়েছেন ডাব প্রতীক।

 

সিলেট-২:

আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী পেয়েছেন নৌকা, গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান উদীয়মান সূর্য, জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুর রব সোনালী আঁশ, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. জহির ডাব এবং  ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রার্থী মো. মনোয়ার হোসাইন পেয়েছেন আম প্রতীক।

 

সিলেট-৩:

আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান পেয়েছেন নৌকা, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান লাঙল, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান (মাসুম) মোমবাতি প্রতিক, ইসলামী ঐক্যাজোটের প্রার্থী মো.মইনুল ইসলাম মিনার, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ আম এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল পেয়েছেন ট্রাক্টর প্রতীক।

 

সিলেট-৪:

আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি ইমরান আহমদ পেয়েছেন নৌকা, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন (কামরান) মিনার এবং তৃণমূল বিএনপির প্রার্থী মো.আবুল হোসেন পেয়েছেন সোনালী আঁশ প্রতীক।

 

সিলেট-৫:

আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ পেয়েছেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী কেতলি , স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আহমদ আল কবির ট্রাক্টর, তৃণমূল বিএনপির প্রার্থী কুতুব উদ্দীন আহমদ শিকদার সোনালী আঁশ, জাতীয় পার্টির প্রার্থী শাব্বীর আহমদ লাঙ্গল , বাংলাদেশ কংগ্রেস’র প্রার্থী মো.বদরুল আলম ডাব এবং বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) প্রার্থী মো. খায়রুল ইসলাম পেয়েছেন হাতপাঞ্জা প্রতীক।

 

সিলেট-৬:

আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সাংসদ নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন নৌকা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা  ছড়ি, জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান মিনার এবং স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ঈগল প্রতীক।

 

সুনামগঞ্জ-১

সুনামগঞ্জ-১ ( তাহিরপুর,  জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার (নৌকা) প্রতীক, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন (কেটলি) প্রতীক, জেলা আওয়ামী লীগের সদস্য সেলিম আহমদ (ঈগল) প্রতীক , বাংলাদেশ কংগ্রেসের নবাব সালেহ আহমদ (ডাব) প্রতীক, জাতীয় পার্টির মো. আব্দুল মন্নান তালুকদার (লাঙ্গল) প্রতীক, তৃণমূল বিএনপির মো. আশরাফ আলী (সোনালী আশঁ) প্রতীক, গণফ্রন্ট’র মো. জাহানুর রশিদ (মাছ) প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র মো. হারিছ মিয়া (একতারা) প্রতীক পেয়েছেন।

 

সুনামগঞ্জ-২

দিরাই-শাল্লা আসনে আওয়ামী লীগ মনোনীত চৌধুরী আব্দুল্লা আল মাহমুদ (নৌকা) প্রতীক, মনোনয়ন বঞ্চিত বর্তমান সাংসদ ড. জয়া সেন গুপ্তা (কাচিঁ) প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব মো. মিজানুর রহমান (ঈগল) প্রতীক পেয়েছেন।

 

সুনামগঞ্জ-৩

জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ এম. এ মান্নান (নৌকা) প্রতীক, তৃণমূল বিএনপি’র মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী (সোনালী আশঁ) প্রতীক, জাতীয় পার্টির তৌফিক আলী (লাঙ্গল) প্রতীক, বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মো. মকবুল হোসেন (কাঠাঁল) প্রতীক পেয়েছেন।

 

সুনামগঞ্জ-৪

সদর-বিশ্বম্ভরপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাদিক (নৌকা) প্রতীক, জাতীয় পার্টির পীর ফজলুর রহমান (লাঙ্গল) প্রতীক, মনোনয়ন বঞ্চিত মো. এনামুল কবির ইমন (ঈগল) প্রতীক, মো. মোবারক হোসেন (কাচিঁ) প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোহাম্মদ দিলোয়ার 'আম' প্রতীক পেয়েছেন।

 

সুনামগঞ্জ-৫

ছাতক-দোয়ারাবাজার আসনে আওয়ামী লীগ মনোনীত মহিবুর রহমান মানিক 'নৌকা' প্রতীক, মনোনয়ন বঞ্চিত শামিম আহমদ চৌধুরী 'ঈগল' প্রতীক পেয়েছেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, জেলার পাঁচটি আসনে ২৯ প্রার্থীকে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

 

হবিগঞ্জ-১

নবীগঞ্জ-বাহুবল আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি কেয়া চৌধুরী (ঈগল), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ (ট্রাক), ইসলামি ঐক্যজোট বাংলাদেশের মোস্তাক আহমেদ ফারহানী, কৃষক শ্রমিক জনতা লীগের মো: নুরুল হক (গামছা) প্রতিক পেয়েছেন।

 

হবিগঞ্জ-২

বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ খান (ঈগল), জাতীয় পার্টির দলীয় প্রার্থী শংকর পাল (লাঙ্গল), কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ (গামছা), ইসলামী ঐক্যজোটের শেখ হিফজুর রহমান, তৃণমূল বিএনপির খাইরুল আলম (সোনালী আশঁ), বিএনএম এর এসএএম সোহাগ (নোঙ্গর), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশর মোহাম্মদ আব্দুল হামিদ (চেয়ার), বাংলাদেশ কংগ্রেসের মো: জিয়াউর রশিদ (ডাব) প্রতিক পেয়েছেন।

 

 হবিগঞ্জ-৩

সদর-লাখাই ও শায়েস্তগঞ্জ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো: আবু জাহির (নৌকা), জাতীয় পার্টির দলীয় প্রার্থী এম এ মুমিন চৌধুরী বুলবুল (লাঙ্গল), বিএনএম এর মো: বদরুল আলম সিদ্দিকী (নোঙ্গর), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: আদম আলী (ফুলের মালা), ন্যাশনাল পিপলস পার্টির মো: আব্দুল কাদির (আম), জাকের পার্টির আনসারুল হক (গোলাপ ফুল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো: আবদুল ওয়াহেদ (চেয়ার), বাংলাদেশ কংগ্রেসের মো: নোমান হাসান (ডাব), মুক্তিজোট (জেডিপি) এর মো: শাহিনুর রহমান (ছড়ি) প্রতিক পেয়েছেন।

 

হবিগঞ্জ-৪

মাধবপুর-চুনারুঘাট আসনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সমুন (ঈগল), জাতীয় পার্টির দলীয় প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো: আল আমিন (ডাব), ইসলামি ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ (মিনার), বিএনএম এর মো: মুখলেছুর রহমান (নোঙ্গর), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো: আব্দুল মুমিন (চেয়ার), বাংলাদেশ সাংস্কৃতিক ঐকজোটের মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) প্রতিক পেয়েছেন।

 

মৌলভীবাজার-১

এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাবুদ্দিন পেয়েছেন দলীয় নৌকা প্রতীক। বাকিদের মধ্যে জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম ট্রাক, তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেন সোনালী আঁশ প্রতীক পেয়েছেন।

 

মৌলভীবাজার-২

এই আসনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল, হেভিওয়েট প্রার্থী স্বতন্ত্র থেকে এ.কে.এম সফি আহমদ সলমান পেয়েছেন ট্রাক প্রতীক, ইসলামি ফ্রন্টের এনামুল হক মাহতাব মোমবাতি, তৃণমূল বিএনপির এম এম শাহীন সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের মাওলানা আছলাম হোছাইন রাহমানী মিনার, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মতিন কাঁচি, জাতীয় পার্টির মো. আব্দুল মালেক লাঙ্গল, বিকল্পধারার মো. কামরুজ্জামান সিমু কুলা প্রতীক পেয়েছেন।

 

মৌলভীবাজার-৩

এই আসনে আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ জিল্লুর রহমান নৌকা প্রতীক পেয়েছেন। জাসদের আব্দুল মোসাব্বির মশাল, ওয়ার্কার্স পার্টির তাপস কুমার ঘোষ হাতুড়ী, ন্যাশনাল পিপলস পার্টির মো. আবু বকর আম, ইসলামী ফ্রন্টের মো. আব্দুর রউফ মোমবাতি, জাতীয় পার্টির মো. আলতাফুর রহমান লাঙ্গল এবং সাংস্কৃতিক মুক্তিজোটের মো. ফাহাদ আলম ছড়ি প্রতীক পেয়েছেন।

 

মৌলভীবাজার-৪

এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ পেয়েছেন নৌকা প্রতীক। অন্য দুই জনের মধ্যে ইসলামী ফ্রন্টের আবদুল মুহিত হাসানী মোমবাতি এবং ইসলামী ঐক্যজোটের মো. আনোয়ার হোসাইন মিনার প্রতীক পেয়েছেন।