ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

সিলেটে জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ ডিসেম্বর ২০২৩ ০৩:২৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার সিলেট সিটি কর্পোরেশন পর্যায়ে 'জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণের' শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দলদলি চা-বাগান মাঠে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।

 

জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা  মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য সিরাজ উদ্দিন।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পলাশী মজুমদার (সিপিসিএম)। এছাড়া সচেতনতামূলক সেশন পরিচালনা করেন শফিকুল ইসলাম (সিপিসিএম) ও পলাশী মজুমদার (সিপিসিএম)।

 

তৃণমূল পর্যায় থেকে শিশু ও কিশোরী সুবিধাবঞ্চিত মেয়েদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ প্রদানের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন।

 

'চল ফুটবল খেলি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ থেকে ১৭ বছরের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরী মেয়েদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।