ঢাকা, শুক্রবার ২৮ জুন ২০২৪, ১৪ই আষাঢ় ১৪৩১

‘ঝিনাইদহ-৪ আসনের এমপি হতেই আনারকে হত্যা’

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২২ জুন ২০২৪ ০৬:০৯:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা মেয়র আশরাফুল আলম আশরাফ বলেছেন, ‘এমপি আনারকে হত্যার পরিকল্পনা করা হয়েছে ঝিনাইদহে আর হত্যা করা হয়েছে ইন্ডিয়াতে। এমপি আনারের জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে এবং ঝিনাইদহ-৪ আসনের এমপি হওয়ার দুঃস্বপ্নকে আসিল করার লক্ষে আজকে কালীগঞ্জের মানুষকে তোমরা এতিম করে দিয়েছো এবং কালীগঞ্জের উন্নয়নকে বাধাগ্রস্থ করে দিয়েছো।’

 

শনিবার (২২ জুন) বেলা সাড়ে ১১ টায় শহরের কালীবাড়ি মোড়ে কালীগঞ্জ হাঁট চাঁদনী কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির আয়োজনে এমপি আনারকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচার, পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

মেয়র বলেন, ‘এমন নৃশংস হত্যা পৃথিবীতে আর একটি ঘটেছে বলে আমাদের জানা নেই। তোমাদের উদ্দেশ্য ছিল আনার সাহেবের লাশ কেউ কখনও খুঁজে পাবে না, তার হত্যা কেউ বুঝতেও পারবে না। খুব দ্রুততম সময়ের মধ্যে তোমাদের দীর্ঘদিনের স্বপ্ন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হবা। কিন্তু আল্লাহরও তো খেলা আছে। ১০ দিন যেতে না যেতেই কারা কারা এর সঙ্গে যুক্ত, গোয়েন্দা সংস্থার গ্রেফতারের মধ্য দিয়ে সকলের মুখোশ উন্মোচন করেছে। আরও আসামি কারা আছে তাদেরও খোঁজা অব্যাহত রয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘ঝিনাইদহে খুনের পরিকল্পনাকারী মূল হোতাকে ছাড়ানোর জন্য বিভিন্নভাবে মানববন্ধন মিছিল-মিটিং করে বেড়াচ্ছে। তাদের উদ্দেশে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনার সময়ে যত ষড়যন্ত্র করো আর যাকে নিয়েই করো এই খুনিদের বিচার তোমরা কখনোই আটকাতে পারবে না। কখনও সম্ভব না। কারণ, তোমরা আমাদের কালীগঞ্জের চার লাখ মানুষের স্বপ্নদ্রষ্টাকে হত্যা করেছো। যে মানুষটি সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই এলাকার প্রত্যকটি মানুষের সুখে-দুখে, সুবিধা-অসুবিধা পাশে থেকে সবকিছুর নিরসন করতো। ’

 

তিনি আরো বলেন, ‘যে মানুষটি ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার যেখানে যে মৃত্যুবরণ করুক সেখানে যেয়ে তার পরিবারকে শান্তনা দিত, তার যানাজায় অংশগ্রহণ করতো তোমরা সেই মানুষটিকে হত্যা করেছো।’

 

পৌর মেয়র তাদের উদ্দেশে বলেন, ‘আপনার চিহ্নিত হয়ে গেছেন। তাদের ছবি দিয়ে আপনারা কী বোঝাতে চাচ্ছেন? গাদ্দার হিসেবে কালীগঞ্জের মানুষের কাছে আপনাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। ঝিনাইদহ থেকে কালীগঞ্জে এসে এই আসনের মাতব্বরি করবেন, আপনাদের সেই স্বপ্ন প্রতিরোধ করে দেওয়ার জন্য চার লাখ মানুষ তৈরি আছে। কখনোই এই স্বপ্নপূরণ হতে দেবে না কালীগঞ্জের মানুষ।’

 

ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে আওয়ামী লীগের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা প্রমুখ।