ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

অন্তর্র্বতীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে: কর্নেল অলি

রিয়াদ হাসান, ঢাকা: | প্রকাশের সময় : শনিবার ২৬ অক্টোবর ২০২৪ ০৬:৫২:০০ অপরাহ্ন | রাজনীতি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ দাবি করেছেন, গত ১৫ বছরের অস্থিরতা ও অব্যবস্থাপনা দূর করা ছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সম্ভব নয়। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দেওয়া আবশ্যক।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে এ কথা বলেন।

কর্নেল অলি বলেন, কিছু ব্যক্তি এখনো দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টায় লিপ্ত। বিভিন্ন খাতে সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার গতি ধীর। সমাজে শুদ্ধতা প্রতিষ্ঠা করতে সকল শ্রেণি-পেশার মানুষকে শুদ্ধি অভিযানের আওতায় আনতে হবে।

তিনি বলেন, “রাজনীতিবিদরা ন্যায়পরায়ণ না হলে, শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। রাজনীতিবিদদের সততার উদাহরণ সৃষ্টি করতে হবে, তবেই দেশ সঠিক পথে অগ্রসর হবে।” তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম হয়েছিল, তাদের সাথে আপোস করা অসম্ভব।

এলডিপি প্রেসিডেন্ট আরও বলেন, “দেশের সুরক্ষায় বড় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকার জনগণের চাহিদাকে অবজ্ঞা করেছে এবং তাদের স্বৈরাচারী মনোভাবের কারণেই এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। শেখ হাসিনা সবকিছু নিয়েই পালিয়ে যেতে পারেননি, অনেক কিছু রেখে যেতে হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

 

বায়ান্ন/এএস