ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

আনোয়ারায় ৩৩ হাজার বোল্ডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রুপন দত্ত - আনোয়ারা, চট্টগ্রাম : | প্রকাশের সময় : বুধবার ১৯ জানুয়ারী ২০২২ ০৪:২৬:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

চট্টগ্রামের আনোয়ারায় মোহাম্মদ ইমরান উদ্দিন (৫০) নামে এক নির্মাণ শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন। বুধবার  সকাল আটটার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় এই দূর্ঘটনা ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর জানা যায়, কর্ণফুলী থানাধীন মহলখান বাজারে আরব খাঁ মার্কেটের ছাদের কাজ করতে গিয়ে বিদ্যুতের লাইনে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সে বন্দর এলাকার রাজমিস্ত্রি রুহুল আমিন মাঝি সাথে কাজ করতো। নিহত ইমরান বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার ৬ নং চর কিং ইউনিয়নের  মৃত রবিউল হকের পুত্র বলে জানা গেছে। এখানে বাসা ভাড়ায় থেকে বিল্ডিং নির্মাণের কাজ করতো। 
 
এই বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ৮টা ২০ এর দিকে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করা হয়।৩৩ হাজার ভোল্টের লাইনে তার হওয়ায় ইমরান নামক শ্রমিকের বুকের বেশ কিছু অংশ পুড়ে যায়।