চট্টগ্রামের আনোয়ারায় অবৈধ দখলকৃত সাতশত একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। রবিবার(৩০ জানুয়ারী) উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ ও সহকারী কমিশনার(ভূমি)তানভীর হাসান চৌধুরী বারখাইন ইউনিয়নের ঝিঁওরি গ্রাম ও বটতলী ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব খাসজমি উদ্ধার করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম ও বারখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ সাংবাদিকদের জানান, উপজেলার বারখাইন ও বটতলী ইউনিয়নের দেয়াং পাহাড়ে সরকারী খাস জমি দীর্ঘদিন ধরে স্থানীয়রা দখল করে বিভিন্ন স্থাপনা তৈরী করে রেখেছে। রবিবার অভিযান চালিয়ে সাতশত একর জমি উদ্ধার করা হয়েছে। এসব এলাকায় ভূমিহীন ১৫০ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর করে দেওয়া হবে।