ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

আলীকদমে কারিতাসের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ

আলীকদম(বান্দরবান)প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ১২:৪০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

 
 
বান্দরবানের আলীকদম উপজেলায় বেসরকারি সংস্থা (এনজিও) কারিতাসের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
 
২৩ মার্চ (বৃহস্পতিবার) সিপিপি পিএইপি-২ প্রকল্প কারিতাস আলীকদম উপজেলা অফিসের উদ্যোগে জৈবকৃষি উপকারভোগী সদস্য সংখ্যা ১২৭ জন,মৌচাষ ৯ জন,আপগ্রেড জুম চাষ উপকার ভোগী ৯ জন,ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা ৬ জন,পুকুর পুনঃ খনন ৩টি উপকার ভোগীদের সদস্য সংখ্যা ২১ জন,মডেল ভিলেজ ৩টি পাড়া,এস,টিএ উপকার ভোগী সদস্য সংখ্যা ২৬ জন, নার্সারি উপকার ভোগী সদ্যস সংখ্যা ১ জনসহ মোট ২২০ জনের মাঝে কারিতাসের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
 
এছাড়াও পুরো মার্চ মাস জুড়ে সিপিপি পিএইপি-২ প্রকল্প কারিতাসের উপকার ভোগীদের মাঝে স্হানীয় জাতের কৃষিবীজ,আইপিএম টুলস্ ভার্মিকম্পোস্ট/কুইক কম্পোস্ট,STA সদস্যদের ব্যবসা ও পশুপাখি পালন সহায়তা, নার্সারীর বীজ, যন্ত্রপাতি,পলিব্যাগ, জঙ্গল কাটার জন্য আর্থিক সহায়তা,পতিত পুকুরে কাজের বিনিময়ে টাকাসহ বিভিন্ন ধরণের উপকরণ বিতরণ  কার্যক্রম চলমান।
 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মাসাথুই মার্ম, সিপিপি পিএইপি-২ প্রকল্প কারিতাস আলীকদম উপজেলা মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা। এছাড়াও বিভিন্ন পাড়ার সুফলভোগীরা এতে উপস্থিত ছিলেন।