ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিজ্ঞান অনুষদ ও জীব বিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার-কে জীব বিজ্ঞান অনুষদের ডিন এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান-কে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জীব বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম এবং বিজ্ঞান অনুষদের ডিন গণিত বিভাগের অধ্যাপক মোছা. কামরুন্নাহারের মেয়াদ ১৩ নভেম্বর শেষ হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে আগামী দুই বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদেরকে এ পদে নিয়োগ দেন।
উল্লেখ্য, একান্ত নিষ্ঠা ও আন্তরিক সাথে দায়িত্ব পালনের জন্য জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জনাব মোছা. কামরুন্নাহারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বায়ান্ন/প্রতিনিধি/একে