চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রাতে ঘরের মাঠ সান্তিায়াগো বার্নাব্যুতে এসি মিলানের বিপক্ষে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ। একই মাঠে গত ২৭ অক্টোবর ‘এল ক্লাসিকো’তে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হয় রিয়াল মাদ্রিদ। এরপর ব্যালন ডি’অরও হাত ছাড়া হয় তাদের।
মঙ্গলবার রাতের ম্যাচে ঘুরে দাঁড়ানোতো দূরের কথা উল্টো মিলানের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে টানা দুইবার রিয়ালের হার, অবিশ্বাস্যই বটে! এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের এটি তৃতীয় হার। অথচ গত মৌসুমে সব মিলিয়ে মাত্র দুই ম্যাচ হেরেছিল ক্লাবটি।
এদিন ম্যাচের শুরুতেই পরপর দুটি সুযোগও তৈরি করে রিয়াল। যদিও অল্পের জন্য গোল দুটি মিস করেন ফরাসি তারকা এমবাপ্পে। রিয়ালের আক্রমণের বিপরীতে মিলানকে এ সময় প্রতি–আক্রমণের ওপরই বেশি নির্ভর করতে হচ্ছিল। যদিও শুরুতে সে সুযোগও খুব বেশি মিলছিল না।
ম্যাচের ১২ মিনিটের মাথায় মালিক থিয়াওর গোলে মাদ্রিদকে স্তব্ধ করে এগিয়ে যায় মিলান। ২৩ মিনিটে পেনাল্টি থেকে আদায় করে নেন ভিনিসিয়ুস। সমতায় ফিরে রিয়াল চেষ্টা করছিল এগিয়ে যাওয়ার। তবে মিলানের দৃঢ়তায় খুব বেশি সুবিধা করতে পারছিল না তারা। যার ফলে রিয়াল না পারলেও ৩৯ মিনিটে মাদ্রিদকে ফের হতাশায় ভাসিয়ে এগিয়ে যায় মিলান।
ম্যাচের ৭৩ মিনিটে দারুণ এক আক্রমণে রিয়াল রক্ষণের দুর্বলতাকে উন্মোচিত করে তিজানি রেইনডার্স আরেকবার এগিয়ে দেন মিলানকে। ৩–১ গোলে পিছিয়ে পড়ে রিয়াল তখন রীতিমতো হতভম্ব। যে বিস্ময় শেষ পর্যন্ত চেষ্টা করেও আর কাটাতে পারেনি তারা।
বায়ান্ন/এসএ