ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

কোটা সংস্কার আন্দোলনে নাসিরনগরের সন্তান ইমরানের কবরে শ্রদ্ধাঞ্জলি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ৯ অগাস্ট ২০২৪ ০৩:৩৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

কোটা সংস্কার আন্দোলনে নাসিরনগর উপজেলার গোয়ালনগরের কৃতি সন্তান হাফেজ মোনায়েল আহমেদ ইমরানের কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে।

 

 

আজ ৯'ই আগস্ট (শুক্রবার) সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে তার জন্মস্থান গোয়ালনগর ইউনিয়ন রামপুর গ্রামের কবরস্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোয়ালনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি শেষে জিয়ারতের মাধ্যমে দোয়ায় শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

 

 

এসময় গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক, পরিষদের মেম্বার, গ্রাম পুলিশ, শিক্ষক প্রতিনিধি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাসিরনগর এর সমন্বয়করা উপস্থিত ছিলেন। 

 

 

উল্লেখ ২১'ই জুলাই বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার সাহেবপাড়ায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ২২' জুলাই জন্মস্থান রামপুর গ্রামে জানাযা নামাজ শেষে দাফন করা হয়েছিল। 

 

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৭ বছর। সে জিরুন্ডা মানপুর তোফাইলিয়া ফাজিল মাদরাসায় ৮ম শ্রেণিতে পড়তো। পরে ঢাকার একটি মাদ্রাসায় ভর্তি হয়। ইমরানের পৈতৃক গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রামপুর গ্রামে।