ক্রিকেটার আল আমিন হোসেনকে নারী নির্যাতনের অভিযোগে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় শৈলকুপা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করে আলামিন হোসেনের স্ত্রী নুসরাত মিশুর স্বজন ও তাঁর এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা দীর্ঘদিন ধরে স্ত্রী মিশুর ওপর নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাঁর দুই ছেলের ভরণ-পোষণের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন, আল আমিনের স্ত্রীর বাবা ছবিবর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন মানববন্ধনে অংশ নিয়ে বলেন, স্ত্রী নির্যাতনের যে অভিযোগ উঠেছে তা অবিলম্বে তদন্তসহ আল আমিনকে বিচারের আওতায় আনা হোক এবং বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি রক্ষা করা হোক।