ঢাকা, মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
নির্বাচন কমিশন গঠন

প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পেলেন এ এম এম নাসির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ০২:৩৯:০০ অপরাহ্ন | জাতীয়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেলেন সরকারের অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ নিয়োগ দিয়েছেন। একইসঙ্গে আরও চার নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

 

নতুন সিইসির সঙ্গে আরও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন। তারা হলেন—

* সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার,

* অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ,

* সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ এবং

* অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব হবে দেশের আসন্ন জাতীয় নির্বাচনসহ সব ধরনের নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা। নবনিযুক্ত সিইসি ও কমিশনাররা শপথ গ্রহণের পর শিগগিরই তাঁদের দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

নতুন নেতৃত্বের অধীনে নির্বাচন কমিশন কতটা স্বচ্ছ ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে, তা নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি প্রত্যাশাও বেশ উঁচু।

 

WhatsApp Image 2024-11-21 at 2.35.59 PM

 

 

 

 

WhatsApp Image 2024-11-21 at 2.33.42 PM

 

বায়ান্ন/এএস