ঢাকা, বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা জোরদার

মো. মাসুদ রানা, চট্টগ্রাম | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ ০৬:২৭:০০ অপরাহ্ন | জাতীয়

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরের খুলশী থানায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নজরদারির বৃদ্ধি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)।

জানা যায়, সোমবার (২ ডিসেম্বর) বিকেলে থেকে নগরের খুলশী এলাকায় ভারতের সহকারী হাইকমিশন ও নগরের ২ নম্বর গেইট ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিতরে বিক্ষোভ ও ন্যাক্কারজনক হামলার ঘটনার পর এ ব্যবস্থা নেয়া হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টার এলাকাতে বিশেষ কোনো নিরাপত্তা শঙ্কা নয়, বা কোনো কিছুর আশঙ্কাও করা হচ্ছে না।

তবে আগরতলায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টারের আশপাশের এলাকায় কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএ