ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

নতুন মুখ: সিলেট-৪ আসনে মাহফুজুর রহমান

এমএ রহিম, সিলেট: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ অক্টোবর ২০২২ ০১:৫১:০০ পূর্বাহ্ন | জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনের বাকি আরো এক বছর তিন মাস। কিন্তু এরই মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আগামীতে কোন্ দল থেকে কে মনোনয়ন পাবেন তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। কোন্ এলাকায় কে এমপি নির্বাচিত হলে জনস্বার্থ প্রধান্য পাবে তা নিয়েও কম আলোচনা হচ্ছে না। এই আলোচনায় উঠে আসছে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা। স্থান পেয়েছে নতুন নেতৃত্বের নাম।

সিলেট অঞ্চলও ওই আলোচনা থেকে পিছিয়ে নেই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ আলোচনায় অংশ নিচ্ছেন। এই আলোচনার মধ্য দিয়েই বের হয়ে আসছে জনবান্ধব প্রার্থীদের নাম।

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর নিয়ে সিলেট-৪ আসন গঠিত। এই আসনের বর্তমান সংসদ সদস্য প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। এই আসনে আওয়ামী লীগসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির একাধিক প্রার্থীর নাম আলোচনায় উঠে আসছে।

স্থানীয়রা আগামী সংসদ নির্বাচনে এই আসনে জনবান্ধব প্রার্থী কামনা করছেন। এই আলোচনায় স্থান পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান। সিলেট জেলা বারের সেক্রেটারিও তিনি। পরপর দুইবার জেলা বারের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

স্থানীয়ভাবে অনেকের সাথে কথা বলে জানা গেছে, স্কুল জামানা থেকে ছাত্র রাজনীতি করে আসা এডভোকেট মাহফুজুর রহমান রাজনীতি করতে গিয়ে সময়ে সময়ে অনেক খেসারত দিয়েছেন। স্কুল জমানায় মধুবন আন্দোলন করেছেন। আন্দোলন করেছে এরশাদ বিরোধী। এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছিলেন তিনি। কারাগার থেকে বের হয়ে আবার রাজপথে নামেন।

খোঁজ নিয়ে জানা গেছে, স্কুল জামানা থেকে ছাত্র রাজনীতি করা মাহফুজুর রহমান ১৯৯২ সালে সিলেট জেলা ছাত্রলীগের সদস্য পদ লাভ করেন। জেলা ছাত্রলীগের সহসভাপতির দায়ত্ব পান ১৯৯৭ সালে। ২০০৪ সালে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হন তিনি। ২০০৯ সালে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হন। বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তিনি। কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ছিলেন ২ বার। সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সিনিয়র সহসভাপতি তিনি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্বে আছেন এডভোকেট মাহফুজ।

স্থানীয়রা জানান, কোম্পানীগঞ্জের কৃতি সন্তান মাহফুজুর রহমান তাঁর রাজনৈতিক জীবনে কোম্পানীগঞ্জের রাজনীতি, সামাজিক কর্মকান্ড, শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে নিজকে সম্পৃক্ত রেখে চলেছেন। এলাকার বিভিন্ন কর্মকান্ডে উপস্থিত পাওয়া যায় তাঁকে।

১৯৯৮ সালে আইন পেশায় যুক্ত হওয়া মাহফুজুর রহমান করোনা দুর্যোগের সময় অবিরাম ছুটে গিয়েছেন অসহায় মানুষের পাশে।

স্থানীয়রা বলেছেন, করোনা দুর্যোগ শুরু হওয়ার পর এডভোকেট মাহফুজ প্রতিনিয়ত কোম্পানীগঞ্জে ছুটে গেছেন। কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন খাদ্য সহায়তা নিয়ে। স্বাস্থ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় জায়গায়। জেলা আওয়ামী লীগের টিমে ১৩ টি উপজেলা চষে বেড়িয়েছেন করোনা দুর্যোগের সময়। করোনার দুই বছর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নজির স্থাপন করেছেন এডভোকেট মাহফুজ।

এবছরের ভয়াবহ বন্যার সময় কোম্পানীগঞ্জ ধ্বংসস্ত‚পে পরিণত হয়। বন্যা পরিস্থিতির অবনতি হতেই এঢভোকেট মাহফুজ ছুটে যান কোম্পানীগঞ্জে। প্রথমে বন্যা কবলিত মানুষজনকে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনকে উদ্ধারের পর তাদের কাছে পৌঁছে দেন খাদ্য সহায়তা। আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য সহায়তা পৌছে দেয়ার পাশপাশি স্বাস্থ্য সামগ্রি সরবরাহ শুরু করেন। জেলা আওয়ামী লীগের টিমের হয়ে ছুটে গেছেন বন্যা কবলিত এলাকায়। সব ধরণের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষের জন্যে। আওয়ামী লীগের এই নেতা এডভোকেট মাহফুজকে নিয়ে এখন সিলেট-৪ আসনের মানুষ স্বপ্ন দেখছেন।

জানতে চাওয়া হয়েছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে তিনি  প্রতিদ্বন্ধীতায় নামবেন কিনা-এডভোকেট মাহফুজুর রহমান জানিয়েছেন দলীয় মনোনয়ন চাইবেন। মনোনয়ন পেলে নির্বাচন করবেন তিনি।