ঢাকা, বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১
সালেহীন শহর আমীর ও রাসেল সেক্রেটারী নির্বাচিত

দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কর্ম পরিষদ গঠন

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ ০৮:০২:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কর্ম পরিষদ গঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পাহাড়পুরস্থ জেলা জামায়াত কার্যালয়ে মজলিশে শুরার শপথ ও প্রথম অধিবেশনে এই কমিটি গঠন করা হয়। 

প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। 

এর আগে রুকন (সদস্য) সম্মেলনের মাধ্যমে ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটিতে আমীর নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা সিরাজুস সালেহীন। নবগঠিত কর্মপরিষদে শহর জামায়াতের সেক্রেটারী হয়েছেন কামরুল হাসান রাসেল। 

কর্ম পরিষদের অন্যান্য সদস্যগণের মধ্যে রয়েছেন সহকারী সেক্রেটারী সাবেক ছাত্রনেতা সোহেল রানা ও এ্যাড. তোফাজ্জল হোসেন বকুল, বায়তুলমাল সেক্রেটারী আয়েশউদ্দীন, অফিস সেক্রেটারী সাবেক ছাত্রনেতা শামীম হোসেন, কর্ম পরিষদ সদস্য মোল্লা মোঃ তোয়াব আলী, সিরাজুল ইসলাম, এস.এম শরীফ, রাশেদুল ইসলাম রিপন ও মীম নুন আলম বাবুল। 

মজলিশে শুরার প্রথম অধিবেশনে নব নির্বাচিত মজলিশে শুরার সদস্যগণের শপথ পাঠ করানো হয়। 

পরে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, জামায়াতে ইসলামী একটি গণমূখী সংগঠন। এর নেতা- কর্মীদের জনগনের জন্য সব সময় কাজ করে যেতে হবে। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলন-সংগ্রামে জামায়াত সর্বদা জনগনের পাশে থেকেছে। সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশ তৈরীতেও জামায়াত জনগনের পাশেই রয়েছে। আমরা একটি ফ্যাসিবাদমুক্ত, দূর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ চাই। সেজন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে সকলপ্রকার ষড়যন্ত্র থেকে মুক্ত করতে হবে।

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএ