জাম্বু ঘাস আমাদের দেশের আরেক টি জনপ্রীয় গবাদিপশুর ঘাস। জাম্বু ঘাস চাষ পদ্ধতি খুবই সহজ। জাম্বু ঘাস পুষ্টিগুণে সমৃদ্ধ একটি উৎকৃষ্ট মানের ঘাস। এই ঘাস বাংলাদেশে গ্যমা, সুইট জাম্বু, জাম্বু স্টার, সুদান ঘাস, জার্মান সুদান ঘাস ইত্যাদি নামে পরিচিত।
রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দ বাড়ির ৮নং ওয়ার্ডের মুহাম্মদ রিফাত হোসেন ইছামতী নদীর তীরে তার ২ একর জায়গা জুড়ে তার নিজের একটি সবজি খামার রয়েছে । শীতকালীন অন্যান্য সবজির পাশাপাশি জাম্বু ঘাস চাষ করেছে । তার রয়েছে পাকিস্তানি ও অন্যান্য কয়েকটি গবাদি পশু। প্রাথমিকভাবে এই জাম্বু ঘাস চাষ করে তিনি সফল হয়েছেন।
জাম্বু হাইব্রিড চাষী মুহাম্মদ রিফাত হোসেন বলেন- এই ঘাস সাধারণত থেকে ৫-৭ ফিট পর্যন্ত লম্বা হয়। এর পাতা চওড়া প্রকৃতির হয়। এই ঘাস খুব দ্রুত বেরে উঠে। এই ঘাসের বীজ ছোট। একবার এই ঘাস চাষ করলে ৩-৪ বার এই ঘাস কাটা যায়। এই ঘাস সামান্য মিষ্টি প্রকৃতির হয়। যে কোন সময় জাম্বু ঘাস চাষ করা যায়। তবে উত্তম সময় হচ্ছে ফাল্গুন অথবা চৈত্র মাসে। প্রায় সব মাটিতেই জন্মে। বন্যা পরবর্তী কাদা মাটিতেও কাটিং রোপন বা বীজ বপন করা যেতে পারে। জাম্বু ঘাসে অনেক পুষ্টিগুণ বিদ্যমান থাকায় ডেইরী বা দুগ্ধবতী গাভীর দুধ উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। গরু মোটাতাজা করণে এই ঘাস ব্যবহার করলে মাংসের উৎপাদন বৃদ্ধি পায়।
জাম্বু হাইব্রিড ঘাসের বিষয়ে উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল "প্রতিদিনের সংবাদকে বলেন--জাম্বু হাইব্রিড নিয়ে মাঠ পর্যায়ে কৃষকদের নিয়ে কাজ করেছি। বর্তমান সময়ে গরুর খামার বৃদ্ধি পাওয়াতে সবুজ ঘাসের সংকট দেখা দিয়েছে,বাড়তি যে চাহিদা সেই চাহিদা পূরণ করছে জাম্বু হাইব্রিড ঘাস।