ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১
সশস্ত্র বাহিনী দিবস

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ১০:২৭:০০ পূর্বাহ্ন | জাতীয়

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তিন বাহিনীর প্রধানরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটিতে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় এই প্রার্থনায় অংশ নেন অসংখ্য সামরিক ও বেসামরিক ব্যক্তি।

সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাণীতে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করেন। এই অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় করা হয়।

বিকেল ৪টায় সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনেরা উপস্থিত থাকেন। অনুষ্ঠানে অংশ নেন প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টারা, কূটনীতিক, মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত ব্যক্তি ও তাদের পরিবারবর্গ, বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারীরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা।

সশস্ত্র বাহিনী দিবস শুধু বাহিনীর সদস্যদের নয়, গোটা জাতির জন্য একতা ও গৌরবের প্রতীক। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজকের আয়োজন সেটাই প্রমাণ করে।

 

বায়ান্ন/এএস