ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সাইদুর রহমান, রূপগঞ্জ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ০৩:১১:০০ অপরাহ্ন | দেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন তারা।   

মানববন্ধনে উপস্থিত ছিলেন- গোলাকান্দাইল এলাকার আইনুল, সোলেমান, আব্দুল কুদ্দুস সৈয়াল, বিউটি বেগম, খাদিজা, জহুরা, মমতাজ, লাইলী, মানসুরা, মহসিন, আব্দুর রশিদ, মহিউদ্দিন, আব্দুল হালিম, আলামিন, বিল্লাল, হাবিবুর রহমান টিটুসহ আরও অনেকে।

এ সময় এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজ ইয়াছিন ও তার বাহিনীর সদস্যরা লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে অতীষ্ঠ করে তুলেছে স্থানীয় বাসিন্দাদের। জাহাঙ্গীর মাহমুদ একজন সাংবাদিক, তাকেও সংবাদ প্রকাশের জেরে হামলা করে ইট দিয়ে থেঁতলিয়ে আহত করেছে। সে এখন হাসপাতালে। আর যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা হলেও রহস্যজনক কারণে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করেনি পুলিশ। মামলা তুলে নিতে বাদীকে হুমকী ধামকী দিচ্ছে।

তাই অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

বায়ান্ন/প্রতিনিধি/একে