ঢাকা, বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

হকি বিশ্বকাপ: নতুন দিগন্তে বাংলাদেশ

স্পোটর্স ডেস্ক | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪ ০৬:৩২:০০ অপরাহ্ন | খেলাধুলা
ছবি: সংগৃহীত

ওমানের মাসকটে অনুষ্ঠিত যুব এশিয়া কাপ হকিতে বাংলাদেশের অনূর্ধ্ব-২১ হকি দল এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মওদুদুর রহমানের শিষ্যরা। এ জয়ে শুধু বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হয়নি, দেশের হকি অঙ্গনও নতুন সম্ভাবনার আলোয় আলোকিত হয়েছে।

২০২৫ সালে ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে অংশগ্রহণ করবে মোট সাতটি দল। স্বাগতিক ভারত সরাসরি সুযোগ পেলেও বাকি ছয়টি দলকে নিজেদের জায়গা করে নিতে হয়েছে যুব এশিয়া কাপের মঞ্চে। বাংলাদেশ বি গ্রুপে তৃতীয় স্থানে থাকায় এ গ্রুপের চতুর্থ দল থাইল্যান্ডের বিপক্ষে ৫-৯ স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়।

থাইল্যান্ডের বিপক্ষে এই ৭-২ গোলের জয়ের ফলে বাংলাদেশ নিশ্চিত করেছে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ এবং একই সঙ্গে নিশ্চিত করেছে যুব বিশ্বকাপে নিজেদের স্থান।

বাংলাদেশ দল শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। প্রথম কোয়ার্টারে তারা ২-০ গোলের লিড নেয়। দ্বিতীয় কোয়ার্টারে উভয় দল একটি করে গোল করায় মধ্য বিরতিতে স্কোর দাঁড়ায় ৩-১। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের খেলোয়াড়রা আরও তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়। শেষ কোয়ার্টারে বাংলাদেশ একটি গোল করলেও থাইল্যান্ড আরেকটি গোল শোধ করে।

এই জয় শুধু পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেনি, বরং দেশকে এনে দিয়েছে যুব বিশ্বকাপে খেলার সুযোগ।

থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হকি দল কখনোই কোনো পর্যায়ে হারেনি। তবে এই ম্যাচটি ভিন্ন ছিল। অতিরিক্ত আত্মবিশ্বাস বা চাপের ফাঁদে না পড়ে খেলোয়াড়রা নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছে। ফলে কাঙ্ক্ষিত জয় এসেছে সহজেই।

বাংলাদেশের হকির ইতিহাসে যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন একটি মাইলফলক। এ সাফল্য কেবল অনূর্ধ্ব-২১ দলের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি দেশের হকি অঙ্গনের সামগ্রিক উন্নতির জন্য এক বড় অনুপ্রেরণা। খেলোয়াড়দের কঠোর পরিশ্রম এবং কোচিং টিমের সঠিক দিকনির্দেশনা দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

২০২৫ সালের যুব বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে প্রত্যাশা এখন আকাশচুম্বী। দেশের হকি ভক্তরা ভারতের মাটিতে তাদের প্রিয় দলকে সাফল্যের নতুন গল্প রচনা করতে দেখতে মুখিয়ে আছে। তবে বিশ্বকাপের মূল পর্বে ভালো পারফরম্যান্সের জন্য প্রয়োজন হবে কঠোর প্রস্তুতি, কৌশলগত উন্নতি এবং মানসিক দৃঢ়তা।

যুব বিশ্বকাপে জায়গা করে নেওয়া শুধু একটি ক্রীড়া সাফল্য নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। এখন সময় এসেছে এই সাফল্যকে ধরে রেখে হকি উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের।

বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি দেশের হকির কাঠামোগত উন্নয়নেও জোর দিতে হবে। সরকারের পৃষ্ঠপোষকতা, বেসরকারি উদ্যোগ এবং হকি ফেডারেশনের সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতে বাংলাদেশকে ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।

বাংলাদেশের হকি এখন নতুন উচ্চতায় পা রাখতে প্রস্তুত। বিশ্বের ক্রীড়াঙ্গনে দেশের নাম আরও উজ্জ্বল করতে ভারতীয় মাটিতে যুব বিশ্বকাপ হবে এক বিশাল সুযোগ। এই সাফল্য দেশবাসীকে যেমন গর্বিত করেছে, তেমনি আগামী দিনের স্বপ্ন দেখতেও অনুপ্রাণিত করছে।

বায়ান্ন/একে