পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ২০২৪-২০২৬ মেয়াদে ৩ বছরের জন্য পঞ্চগড়ের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা করার জন্য ১৭ জন ব্যবসায়ী জয় লাভ করেছে।
গনতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ ও সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ এ দুই প্যানেলে জন ব্যবসায়ী নির্বাচনে অংশ নেন। নির্বাচনে ১৭ জনের মধ্যে গনতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল থেকেই ১২ জন পরিচালক পদে নির্বাচিত হন। তারা হলেন, খলিলুর রহমান (৫৫৮), নুরুজ্জামান বাবু (৬৩৭), নুর জামাল (৫৪১), রেজাউল করিম রেজা (৬৭৯), শফিউজ্জামান রুবেল পাটোয়ারী (৬১৯), শাহাদত হোসেন রঞ্জু (৫৫১), সোহেল রানা মানিক (৬৪৮), আবু দাউদ প্রধান (৫১৪) , আবুল কালাম আজাদ (৬০০), আব্দুস সামাদ পুলক (৫৯০), আবু হিরন (৬৮৪) ও শরিফ হোসেন (৭১৩)।
সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে ৪ জন ব্যবসায়ী নির্বাচিত হন। তারা হলেন রায়হানুল আলম প্রধান রিয়েল (৫৪৫) , হারুনু উর রশিদ বাবু (৫৩৭) এবং হায়াতুন আলম (৫১৫),এটিএম কামরুজ্জামান শাহানশাহ (৬২৫)
৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পঞ্চগড় স্টেডিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
চেম্বার অব কমার্সের নির্বাচন বোর্ডের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এটিএম কামরুজ্জামান কামু, মাহফুজার রহমান, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল।