ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গবেষণা ল্যাবে বিস্ফোরণের ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের গবেষণাগারে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ডিস্টেলেশন কলাম অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হলে পেট্রলে আগুন লেগে যায়। এই সময় বিভাগের তিনজন শিক্ষার্থী গবেষণাগারে থিসিসের কাজ করছিলেন। এর মধ্যে নুরে তাবাসসুমের মুখে, রকিবুল ইসলামের শ্বাসকষ্ট এবং আনিকা খাতুনের পায়ে আঘাত লাগে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ডিস্টেলেশন কলাম অতিরিক্ত গরম হয়ে ব্লাস্ট হয়ে যাওয়ার পর পেট্রলে আগুন লাগে। এতে গবেষণাগারের বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে যায়। তবে দ্রুত ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আহত তিন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ আল রেজা জানান, এটি একটি আকস্মিক দুর্ঘটনা ছিল। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে সবাই এখন সুস্থ আছেন।
বায়ান্ন/প্রতিনিধি/একে