ঢাকা, বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২১শে অগ্রহায়ণ ১৪৩১

সংবিধান সংস্কারে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লবের

এম এম লিংকন | প্রকাশের সময় : বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৫:০০ অপরাহ্ন | রাজনীতি

সংবিধান সংস্কারে কমিশনের কাছে ১৮টি প্রস্তাব দিয়েছে ইনসানিয়াত বিল্পব বাংলাদেশ। দলটির চেয়ারম্যান ইমাম হায়াত বলেন, রাজনীতির সংস্কারে বেশি গুরুত্ব দিয়েছে আমরা। 

বুধবার (৪ ডিসেম্বর) ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে সংস্কারের প্রস্তাব দেন। 

সংস্কার প্রস্তাব দেওয়ার পর সাংবাদিকদের ইমাম হায়াত বলেন, মানবতার রাজনীতি যেন  মানবতার রাষ্ট্রে পরিনত হতে আমরা সংস্কার প্রস্তাব করেছি।দেশটা যেন একক কোন ফ্যাসিস্টের হাতে না যায়, এই লক্ষে আমরা সংস্কার প্রস্তাব করেছি।  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রের সব মানুষ যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেটাও আমরা প্রস্তাব দিয়েছি বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রে জঙ্গিবাদী বা উগ্রবাদী না হয় এর প্রস্তাবও দিয়েছে দলটি বলে জানিয়েছেন তিনি। রাষ্ট্রে ধর্ম নিয়ে রাজনীতি করা দলগুলোকে বাদ দেওয়ার বিষয়ে প্রস্তাব করেছে দলটি। 

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অর্ন্তবর্তীকালীন সরকার সংবিধান সংস্কারে অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে কমিশন গঠন করেন। এই কমিশনে ইতোমধ্যে বিএনপি, জাতীয় পাটি, গণ অধিকার পরিষদসহ বেশ কিছু রাজনৈতিক দল তাদের প্রস্তাব জমা দিয়েছেন।

বায়ান্ন/এমএমএল/একে