ঢাকা, বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২১শে অগ্রহায়ণ ১৪৩১

কুমিল্লা নামেই বিভাগ হতে হবে: সাংবাদিক আবদুল অদুদ

নিজস্ব প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৫:০০ অপরাহ্ন | দেশের খবর
বক্তব্য রাখছেন সাংবাদিক আবদুল ওদুদ

২০১৮ সালে কোটা সংস্কার রিটকারীদের নেতা ও কোটা সংস্কারের পক্ষে শতাধিক রিপোর্ট করে দেশব্যাপি আলোচিত দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা জানতেন না, এই কুমিল্লা খন্দকার মোশতাকের নয়। এই কুমিল্লা মেজর আবদুল গনির, যিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা করেছিলেন বলেই ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আমরা সহজেই বিজয় লাভ করেছিলাম। তিনি বলেন, পাকিস্তানের গণপরিষদে প্রথম বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি তুলেন কুমিল্লার আরেক কৃতিসন্তান ধীরেন্দ্রনাথ দত্ত। কুমিল্লা নামে স্বৈরাচারী হাসিনা বিভাগ না দিলেও অন্য নামে নয়, কুমিল্লা নামেই বিভাগ হতে হবে দাবি করেন তিনি। কূটনৈতিক দক্ষতার মাধ্যমে ভারতের সাথে বাংলাদেশের সমস্যা সমাধানে আরো তৎপর হতেও সরকারের প্রতি আহ্বান জানান ৫৬% কোটার কারণে বিসিএসে বঞ্চিত এই কোটা সংস্কার আন্দোলনের রূপকার।

মঙ্গলবার কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের জগতপুর আদর্শ শিশু শিক্ষা নিকেতনের হল রুমে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন এই ভাষাসৈনিক সন্তান। সভায় তুলা উন্নয়ন বোর্ডের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিজ্ঞানী ড. কামরুল ইসলাম কামাল, ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আহমদ শরীফ, সদ্য ইন্তেকাল করা হাজী আবদুর রশিদ ও আবদুল করিমসহ মুরব্বীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। জগতপুর আদর্শ শিশু শিক্ষা নিকেতনের পরিচালনা পরিষদের সভাপতি এবং বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেআরডি কনস্ট্রাকশন লিমিটেডের এমডি মো. জসিম উদ্দিন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, জগতপুর গ্রামের সাবেক মেম্বার আ. রব, জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহম্মদ। 

পঞ্চম শ্রেণীর ছাত্রী আয়শা আক্তার এর কুরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর জাতীয় সংগীত হয় ও জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠান শেষে ২০১৮ সালে কোটা সংস্কারের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখা বর্তমান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ বিশিষ্টজনদের ইন্টারভিউবেইজড রিপোর্টগুলো প্রদর্শিত হয়। এসময় জগতপুর আদর্শ শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক জয়নব বেগম, বুড়িচং লামিয়া ট্রাভেলসের সত্ত্বাধিকারী মো. এনামুল হক, অভিভাবকদের পক্ষে হালিমা আক্তার ও কবি সাইদুল ইসলাম সুমন, শিক্ষকদের পক্ষে আশিকুল ইসলাম রনি ও শিক্ষার্থীদের পক্ষে পঞ্চম শ্রেণীর ছাত্রী সাবিয়া ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ।  

এসময় আরও উপস্থিত ছিলেন আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান, দৈনিক বিজনেস বাংলাদেশ এর প্রতিনিধি শামীমূল ইসলাম, দৈনিক নওরোজের প্রতিনিধি আব্দুল ওহাব, বিদ্যালয়ের অভিভাবক ডা. শাহজাহান, ডা. মুসলে উদ্দিন, মো. মহি উদ্দিন, জগতপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম আবু কালাম, ১নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দীন মোল্লা, জগতপুর কমিনিটি ক্লিনিকের প্রতিনিধি মাসুদসহ আদর্শ শিশু শিক্ষা নিকতনের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, অভিভাবকা ও জগতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা। কেউ কেউ বলেন, জগতপুরের ইতিহাসে আনন্দ মুখর পরিবেশে এই ধরণের অনুষ্ঠান বিরল।

বায়ান্ন/এসবি