ঢাকা, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

খুলনায় চোরাই স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ ৪ চোর আটক

জাফর ইকবাল অপু/খুলনা প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১০:২৫:০০ অপরাহ্ন | অর্থনীতি ও বাণিজ্য

জাফর ইকবাল অপু: কেএমপির খালিশপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গত ৪ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে আলমনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 এসময় চুরির অপরাধে জড়িত১) তাসমিউল হাসনাত রবি (১৯), পিতা-মোঃ আবুল কালাম আজাদ, সাং-১২৪ বিআইডিসি রোড গোয়ালপাড়া, ২) মোঃ সোহান হোসেন (২১), পিতা-মোঃ রুহুল আমিন, সাং-২০৩ বিআইডিসি রোড, গোয়ালপাড়া, ৩) আবদুল্লাহ  রাহুল (১৯), পিতা-ইউনুস মোল্লা, সাং-আলমনগর, চান্দু সর্ব  থানা-খালিশপুর এবং ৪) ইয়াছিন আরাফাত রায়হান (২০), পিতা-মাসুদ রানা, সাং-মংলা হেলিপ্যাড ময়দানের পাশে, থানা-মংলা, জেলা-বাগেরহাট’দেরকে আটক করা হয়। আটককৃতদের হেফাজত হতে ১ টি স্বর্ণের নেকলেস, ১টি স্বর্ণের চেইন, ২ টি স্বর্ণের আংটি, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ৩ টি ছোট স্বর্ণের কানের রিং, ৩ টি মোবাইল এবং নগদ ৬৫,০০০ টাকা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা নং-০৪, তাং-০৪/০২/২৫, ধারা-৩৮০ পেনাল কোড রুজু করা হয়েছে।

বায়ান্ন/আরএস