ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

আগামীতেও শেখ হাসিনা থাকবে, আল্টিমেটাম কোন কাজে আসবে না : ওবায়দুল কাদের

মোঃ রেজাউল করিম মজুমদার, গাজীপুর : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৫৪:০০ অপরাহ্ন | রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীতেও শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার আল্টিমেটাম কোন কাজে আসবে না, আওয়ামী লীগ এ বছরের অক্টোবরে ক্ষমতায় থাকবে আগামী বছরের অক্টোবরেও ক্ষমতায় থাকবে। জগাখিচুড়ির ঐক্য দিয়ে শেখ হাসিনাকে হটানো যাবে না।
 
আলটিমেটামের ৩৬ দিন বিএনপিকে দাড়াতেই দেব না। বিএনপি তলে তলে বুদ্ধি করছে ঢাকা দখল করবে, আমরাও অপেক্ষা করছি, ঢাকা কারা দখল করে আমরাও দেখাইয়া দিবো। ডিসেম্বরে ফাইনাল, জানুয়ারির প্রথম সপ্তাহে খেলা হবে। ওবায়দুল কাদের বুধবার সন্ধ্যায় টঙ্গী সরকারি কলেজ মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান।
 
সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্হানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সর্ব জনাব, আব্দুর রহমান, সিমিন হোসেন রিমি এমপি, মাহবুবুল আলম হানিফ এমপি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, মীর্জা আজম এমপি, এস এম কামাল হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি, বেগম সমসুন নাহার এমপি, আসাদুর রহমান কিরন, ওসমান আলী, মতিউর রহমান মতি, ফজলুল হক, এডভোকেট মহিউদ্দিন আহমেদ, রীনা পারভিন, সাইফুল ইসলাম, মোশিউর রহমান সরকার বাবু, বিল্লাল হোসেন মোল্লা, নূরুল ইসলাম নূরু, কাজী ইলিয়াস আহমেদ, সেলিম কমিশনার ও কাজী মন্জুর প্রমূখ। সভায় ওবায়দুল কাদের আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও বিএনপির মীর্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, নিজের ঘরের আগুন নেভান আগে, ট্রামকে আগে সামলান। বিএনপির ব্যর্থ সেক্রেটারি মীর্জা ফখরুল। মীর্জা ফখরুল মিটিংয়ের আগেই ৪৮ মিনিট কান্না করে। মীর্জা ফখরুলের পদত্যাগ করা উচিত। ফখরুল আব্বাস বলে অক্টোবরে নাকি ভাগ্য নির্ধারণ হবে। ওদের গনতন্ত্র আন্দোলন ভূয়া। ওরা ক্ষমতায় আসলে রাস্ট্রকে ধ্বংস করবে। শেখ হাসিনা গনতন্ত্রকে রক্ষা করবে। শেখ হাসিনা ছাড়া দেশে কোন যোগ্য নেতা নাই। তিনি ৩ ঘন্টা ঘুমান বাকি সময় দেশের উন্নয়নের কথা ভাবেন, চিন্তা করেন। তিনি বলেন, গাজীপুর উন্নয়নের জোয়ারে এখন ইউরোপের মতো হয়ে গেছে। ১০ লেনের ব্রীজ হইয়া গেছে। এয়ারপোর্ট থেকে ১০ মিনিটে এখন গাজীপুর। এইসব উন্নয়ন শেখ হাসিনা করেছেন। শেখ হাসিনা উন্নয়নের ম্যাজিক। আগামী নির্বাচনে শেখ হাসিনা ম্যাজিকের জয় হবে।