ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

গ্রীন ভয়েস এর উদ্যোগে ইবিতে পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

জামাল উদ্দীন, ইবি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪ ০৩:০১:০০ অপরাহ্ন | শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন 'গ্রীন ভয়েস' এর উদ্যোগে ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সংগঠনটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে সংগঠনটির শতাধিক সদস্য।

পরে ক্যাম্পাসের ডায়না চত্বর, প্রশাসস ভবন চত্বর, ফুটবল মাঠ, মেইন গেট, টি এস সি সি,  ব্যবসায় প্রশাসন অনুষদ, জিমনেসিয়াম, ক্রিকেট মাঠ ও জিয়া মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাই তারা। 

একজন দলনেতার অধীনে ১০-১২ জন সদস্যের আলাদা আলাদা ১০টি দল ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ধরনের ময়লা-আবর্জনা, পলিথিন, অপ্রয়োজনীয় কাগজপত্র, বিস্কুটের প্যাকেট সহ বিভিন্ন বর্জ সংগ্রহ করে বস্তাবন্দি করেন। পরে ভ্যানে করে নির্দিষ্ট স্থানে এ বর্জ্য ফেলা হয়।

সংগঠনটির উপদেষ্টা জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর কবির বলেন,  এই পলিথিন আমরা ব্যবহার করে আমরাই নষ্ট করি। ফলে নিজেরাই ক্ষতির সম্মুখীন হয়। তবে আমরা যদি একটু বুদ্ধি করে একটা পলিথিনকে সর্বোচ্চ কতবার ব্যবহার করা যায় এটা চিন্তা করে ব্যবহার করি তাহলে পরিবেশের অনেক ক্ষতি কম যাবে। এতে নিজেরাই উপকৃত হবো এবং  আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তাহলে এই বাংলাদেশকে আরো এগিয়ে যাওয়া সম্ভব হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, প্রতি বছরের ন্যায় এবারেও আমরা ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও পলিথিন মুক্তকরণ কার্যক্রম পরিচালনা করছি। বর্তমানে প্রতিটি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে, আমরা চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে পরিবেশের বড় ধরনের পরিবর্তন এবং সবুজায়ন নিশ্চিত হোক। বর্তমান প্রশাসনের নিকট আহবান থাকবে কোনো স্থাপনা তৈরীর পূর্বে নির্দিষ্ট রোডম্যাপ অনুসরণ করে কাজ করা, ক্যাম্পাস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ক্যাম্পাসের অভ্যন্তরে সকল ধরনের পলিথিন নিষিদ্ধ করে বিকল্প হিসেবে পাট অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার নিশ্চিত করা।

বায়ান্ন/প্রতিনিধি/একে