ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চকরিয়ায় মোবাইল চুরি কথা কাটাকাটির জেরে খুন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৬ জুলাই ২০২৩ ০৬:২৬:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারের চকরিয়ায় মোবাইল চুরি কথা কাটাকাটির জেরে মাতামুহুরী পুলিশের তদন্ত কেন্দ্রে সামনে ফুটবল খেলোয়াড়কে ছুরিকাঘাতে খুন হয়েছে মো. শেফায়েত হাবিব (১৭) নামে এক কিশোর। 

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়া বাজারস্থ মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্র এর সামনে এঘটনা ঘটে।

নিহত হাবিব পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড কালাগাজি সিকদার পাড়ার শাহাব উদ্দিনের ছেলে। সে স্থানীয় পর্যায়ের একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। 

ঘাতক তারিকুল ইসলাম বিএমচর ইউনিয়নের স্কুল পাড়ার আবু বক্করের ছেলে তারিকুল ইসলাম মিশু (২০)।

প্রত্যক্ষদর্শী লোকজন ও থানা পুলিশ জানায়, মোবাইল চুরি নিয়ে সোমবার হাবিবের সাথে তারিকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বেতুয়া বাজারস্থ মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্র পাশে^ একটি চায়ের দোকানে বসা অবস্থায় তারিক এসে হাবিবের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় উপস্থিত লোকজন আহত হাবিবকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৯টায় মারা যায়। 

১৬ জুলাই পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আনিসপাড়া এলাকায় ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদের নেতৃত্বে শ্রমিক লীগ নেতা মুবিনুল ইসলামকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। তিনি কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাবেদ মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। এ ঘটনায় সম্পৃক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। তিনি আরো বলেন, নিহত পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার জমা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।