চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় প্রথমবারের মতো শুরু হয়েছে দেশীয় পণ্য বানিজ্য মেলা। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় ইলিয়াছ ব্রাদাস মাঠে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই মেলার উদ্ধোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও চান্দগাঁও কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. শামসুল আলম।
উদ্ধোধনী বক্তব্যে তিনি আয়োজকদের প্রশংসা করে এই এলাকায় প্রথমবারের মতো এ ধরণের মেলা বাকলিয়া ও চান্দগাঁওবাসীর প্রত্যাশা পূরণ করবে বলে আাশাবাদ ব্যক্ত করেন।
মেলার আয়াজক মো. আলী ইমরান মেলায় নানা আয়োজনের কথা তুলে ধরে সবাইকে মেলায় আসায় আহবান জানান।
এ সময় চান্দগাঁও কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সকল নেতৃবৃন্দ এবং মেলা পরিচালনা কমিটির সদস্য মো. রায়হান, আলী হান্নান আলভীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি আলহাজ্ব শামসুল আলম পূরো মেলা ঘুরে পরিদর্শন করেন এবং মেলায় আগতদের সাথে কৌশল বিনিময় করেন।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ