ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

জাতীয় শোক দিবস উপলক্ষে জাবিতে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

জাবি প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১ অগাস্ট ২০২৪ ০৮:১১:০০ অপরাহ্ন | শিক্ষা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।
 
বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১০টায় নতুন প্রশাসনিক ভবনের সামনে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
 
অনুষ্ঠানের শুরুতে ’৫২ সালের ভাষা আন্দোলন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ’৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ড এবং বিভিন্ন সময়ে সংঘটিত গণতান্ত্রিক আন্দোলনের সব শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
 
রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) মো. আবু হাসানের সঞ্চালনায় মাসব্যাপী কর্মসূচির বিষয়ে উপাচার্য নূরুল আলম বলেন, কালো ব্যাজ ধারণ আমাদের দুঃখের প্রতীক। এই কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে আমরা জাতির পিতা এবং তার পরিবারের সব শহীদকে স্মরণ করছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবার-পরিজনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
 
এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান তিনি।
 
অনুষ্ঠানে উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, আবাসিক হলসমূহের প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, অফিস প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।